দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-২৫
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে গত ১৬ই এপ্রিল, ২০২৫ দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের আয়োজনে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শুভ উদ্বোধন হলো "দুর্নীতিবিরুধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-২৫" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ইকবাল হোসেন, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ। সভাপতিত্ব করেন প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কিশোরগঞ্জ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার মোট ১৩টি উপজেলার মোট ১৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১ম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল "দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক মূল্যবোধের তুলনায় অর্থনৈতিক উন্নয়নই প্রয়োজন" উক্ত বিষয়ে বিতর্কের মাধ্যম ৬টি প্রতিষ্ঠান ২য় রাউন্ডে স্থান দখল করে এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিষ্ঠান সরাসরি সেমি ফাইনালে স্থান দখল করে। ২য় রাউন্ডে বিতর্কের বিষয় ছিল "দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজের সক্রিয়তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার চাইতেও কার্যকর"। উক্ত বিষয়ে বিতর্কের মাধ্যমে ৬টি প্রতিষ্ঠান হতে মোট ৩টি প্রতিষ্ঠান সেমিফাইনালে স্থান দখল করে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকবৃন্দ হিসেবে দায়িত্ব পালন করেন গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ এর সুনামধন্য শিক্ষকবৃন্দ। ২য় রাউন্ড এ ফলাফল প্রদানের পর সকল প্রতিষ্ঠানে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, মেডেল এবং উপহার দেয়ার মাধ্যমে দুইদিনব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল, কোয়াটার ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ই এপ্রিল, ২০২৫ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সৈয়দ তাহসিনুল হক, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকা। সভাপতিত্ব করবেন জনাব ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।
রক্তদাতা ওয়েবসাইট চালু
'Blood Donor BD' নামের নতুন প্ল্যাটফর্মটি রক্তদাতাদের সংযুক্ত করছে এবং জরুরিকালে রক্ত খুঁজে পাওয়ার সুবিধা দিচ্ছে।
রচনা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন
গুরুদয়াল সরকারি কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে।
ত্রাণ বিতরণ কার্যক্রম
শেরপুরের হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোভার স্কাউটদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয় ৯ দিনের ব্যাপ্তিতে।
বাজারে পণ্যের ন্যায্য মূল্যে বিক্রয়
গুরুদয়াল কলেজ রোভার স্কাউটরা কৃষিপণ্য ভ্যানে করে কোনো লাভ ছাড়া বিক্রির উদ্যোগ নেয়, যাতে ভোক্তারা উপকৃত হন।
বন্যা পরবর্তী রাস্তা সংস্কার
সিরাজগঞ্জের নদী পারের ভাঙা রাস্তায় রোভার স্কাউটদের স্বেচ্ছাশ্রমে সংস্কার কার্যক্রম চালানো হয়। এতে এলাকাবাসী প্রশংসা করেন।
Comments
Post a Comment